যুদ্ধাপরাধীর পৃষ্ঠপোষকদের জাতি ক্ষমা করবে না

যুদ্ধাপরাধীর পৃষ্ঠপোষকদের জাতি ক্ষমা করবে না

লোকালয় ডেস্ক: যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকদের ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জাতির কাছে আবেদন জানিয়ে বলেন, যারা আমার মা-বোনকে রেপ করেছে, গণহত্যা চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে, লুটপাট করেছে, তারা যুদ্ধাপরাধী। যাদের বিচারের রায় আমরা কার্যকর করেছি। যারা এদের (যুদ্ধাপরাধীদেরকে) মর্যাদা দিয়েছিল, এদের হাতে পতাকা দিয়েছিল, মন্ত্রী বানিয়েছিল, তাদের ব্যাপারে জাতিকে সচেতন থাকতে হবে। তাদেরকে জাতি কোনোদিন ক্ষমা করতে পারে না। ক্ষমা করবেন না। গতকাল শনিবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনাসভার আয়োজন করে আওয়ামী লীগ। সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, আবদুল মতিন খসরু, ড. আবদুর রাজ্জাক, আফজাল হোসেন। বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন নজরুল ইনস্টিটিউটের চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ আনোয়ার হোসেন। সভা পরিচালনা করেন যৌথভাবে ড. হাছান মাহমুদ ও আমিনুল ইসলাম আমিন।

ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে শেখ হাসিনা বলেন, ভাষা আন্দোলনের শহীদদের রক্তের পথ বেয়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের দুর্ভাগ্য যে, ওই ১৯৭৫ সালের ১৫ আগস্টের খুনি যারা; তাদেরও পার্লামেন্টে ভোট চুরি করে বসানো হয়েছিল। স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী; যুদ্ধাপরাধী হিসেবে যাদের বিচার হয়েছে; সাজাপ্রাপ্ত হয়েছে; সাজা কার্যকর হয়েছে, তাদের যারা মন্ত্রী বানিয়েছিল, আমার লাখো শহীদের রক্তে রঞ্জিত পতাকা তাদের হাতে যারা তুলে দিয়েছিল, জাতি যেন কোনোদিন তাদের ক্ষমা না করে। জাতির কাছে আজকের দিনে এটাই আমার আবেদন।

মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ১৯৯৬ থেকে ২০০১-এ আমরা যে কাজগুলো করেছিলাম, মাঝখানে ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত পথ হারিয়ে যায়। তিনি বলেন, এমন একটা সময় দেখেছি যে অনেকে নিজে মুক্তিযোদ্ধা এটা বলার সাহস পেতেন না। চাকরি পাওয়ার জন্য তিনি যে মুক্তিযোদ্ধা এ কথাটা লেখার সাহস পেতেন না। তা হলে চাকরি পাবেন না। কী দুর্ভাগ্য আমাদের! ১৯৭৫ সালের পর জাতির পিতাকে হারাবার পর এই অবস্থা বাংলাদেশে সৃষ্টি হয়েছিল। তখন ছিল রাজাকারদের দাপট। সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, ২০০৮ এবং ২০১৪-এর নির্বাচনে বিজয়ী হয়ে আমরা সরকার গঠন করেছি। দীর্ঘ ৯ বছর ক্ষমতায় থাকার পর অন্ততপক্ষে মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে পরিচয় দিতে আজকে মানুষ গর্ববোধ করে। ভীতসন্ত্রস্ত হয় না। মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো আবার সামনে এসেছে। মানুষ বলার সুযোগ পাচ্ছে, লেখার সুযোগ পাচ্ছে। অন্তত সেই আত্মবিশ্বাসটা ফিরে এসেছে। এ আত্মবিশ্বাসটা যেন হারিয়ে না যায়। এমন কোনো অন্ধকারে যেন আমরা না পড়ি, যাতে আবার আমাদেরকে সেই অন্ধকারের দিকে চলে যেতে হয়। আবার মুক্তিযুদ্ধের কথা বলতে দ্বিধায় পড়তে হয়, সেই পরিবেশ যেন ভবিষ্যতে আর কোনোদিন বাংলার মাটিতে না আসে। সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। আবার যেন আমরা সেই ধরনের বিপদে না পড়ে যাই। আওয়ামী লীগ সভাপতি এ সময় টিপ্পনী কেটে বলেন, কারণ যার হৃদয়ে পাকিস্তান, বাংলাদেশের সব রকম আরাম-আয়েশ ভোগ করার পরও তার অন্তরাত্মাটা পড়ে থাকবে ওখানে। তাদের জন্য আবার কাঁদে পাকিস্তান। পেয়ারে পাকিস্তান। এই পেয়ারে পাকিস্তানওয়ালাদের থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করে চলতে হবে। এটাই আমার আবেদন দেশবাসীর কাছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন ছাত্রী শেখ হাসিনা বাংলা ভাষা চর্চার ওপর জোর দিয়ে বলেন, মাতৃভাষার চর্চাটা থাকতে হবে। এটা অপরিহার্য বলে মনে করি। যেমন উচ্চ আদালতের রায় ইংরেজিতে লেখা হয়। আমাদের দেশের অনেক সাধারণ মানুষ আছে যারা ইংরেজি ভালো বোঝেন না। রায় পড়ে তার যে উকিল তাকে যা বোঝায় তিনি সেটাই বোঝেন। এখন নিম্নআদালতে বাংলা ভাষায় রায় লেখা শুরু হয়েছে। আশা করি, উচ্চ আদালতেও এটা হবে। অন্ততপক্ষে যারা ন্যায়বিচার চায়, তারা কী বিচার পেল সেটুকু তো বুঝতে পারবে। বাংলা ভাষার বিকৃতির বিরুদ্ধে সচেতনতা তৈরির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অনেকেই বাংলা ভাষা ইংরেজি টোনে বলেন। সেটা কেন আমি জানি না। বিদেশে লেখাপড়া শিখেও আমাদের ছেলেমেয়েরা শুদ্ধভাবে বাংলা বলতে পারে, কারণ আমরা তাদেরকে শিখিয়েছি। আর অনেকে বাংলাদেশে থেকেও শুদ্ধ বাংলা বলতেও পারে না। বলতে গেলেও বিকৃত করে বলে। যারা এখানেই মানুষ হচ্ছে তাদের মধ্যে এ বিকৃতি থাকবে কেন? তিনি বলেন, আমি ভাষা শেখার পক্ষে। যেমন ইংরেজি এখন আন্তর্জাতিকভাবে দ্বিতীয় ভাষা। আমাদের দেশের ছেলেমেয়েদের একেবারেই শুরু থেকে দ্বিতীয় ভাষা শিক্ষার ব্যবস্থা করতে হবে। সঙ্গে সঙ্গে যে ভাষা আমার মায়ের ভাষা, সেই ভাষার চর্চাটাও তো থাকতে হবে। সেটা পরিবার থেকেও উৎসাহিত করতে হবে। সেটাই আমরা চাই। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য পড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার উন্নয়নে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। সেখানে বাংলা ভাষা শেখার ব্যবস্থা থাকবে না কেন? অবশ্যই থাকতে হবে। বাংলা ভাষা ও সাহিত্য পড়ানোর ব্যবস্থা করতে হবে। বিয়ের

দাওয়াতপত্রে ইংরেজি ভাষার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিয়ের দাওয়াতকার্ডও এখন ইংরেজিতে লেখা হয়। এটা কেন লিখতে হবে? ইংরেজিভাষীর জন্য সেটা হতে পারে। তবে আমাদের দেশে বিয়ের কার্ড কেন ইংরেজি ভাষায় লিখতে হবে? এর মধ্যে তো কোনো আলাদা মর্যাদা নেই। এ সময় এক সচিবের মেয়ের বিয়ের কার্ড বাংলা ভাষায় লেখায় বেশ প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তথ্য-প্রযুক্তির এ যুগে অন্য ভাষাও শিখতে হবে। অন্তত বিশ্বে যোগাযোগ বাড়াতে এটা জরুরি। এ সময় যে যত বেশি ভাষা শিখতে পারে তার জন্য তত ভালো। তবে সবার আগে ভালোভাবে বাংলা ভাষা শেখাটা জরুরি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের অগ্রযাত্রার চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। নিম্নআয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছি আমরা। আরও এক ধাপ বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com