লোকালয় ডেস্কঃ যশোর-ঢাকা রুটে চলাচলকারী দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স রিজেন্ট এয়ারওয়েজের একটি বিমান ঝড়ের কবলে পড়ে।
বুধবার দিবাগত রাত ১০টার দিকে যশোর বিমানবন্দরে অবতরণের কিছু আগে আকাশেই ঝড়ের কবলে পড়ে বিমানটি। এ সময় বিমানের মধ্যে থাকা যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েন। দু’জনকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি হওয়া দুই জন হলেন, রিনা বেগম (৩০) ও আবিদা সুলতানা মুন্নি (৪০)। হাসপাতাল সূত্র বলছে, রিনা বেগম মাথায় আঘাত পেয়েছেন। আর মুন্নি অজ্ঞান হয়ে পড়ায় তাদের ভর্তি করা হয়েছে।
বিমানের যাত্রী ইরফান হোসেন জানান, রাত সাড়ে নয়টার দিকে রিজেন্ট এয়ারওয়েজের আর এক্স ৬৫২ নম্বর বিমানটি ৬৭ জন যাত্রী নিয়ে যশোরের উদ্দেশ্য ঢাকা থেকে রওনা দেয়। যশোর বিমানবন্দরে অবতরণের কিছু আগেই ঝড়ের কবলে পড়ে বিমানটি ঝাঁকুনি খেতে থাকে। তখন যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন।
পাইলট অনেক চেষ্টার পর রাত ১০টার দিকে বিমানটি অবতরণ করেন। এ সময় আতঙ্কিত হয়ে তার মা আবেদা সুলতানা মুন্নিসহ তিনজন অসুস্থ হন। দুইজনকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়।
যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply