মৌলভীবাজারে প্রতিপক্ষের হামলায় প্রবাসীর মৃত্যু
.
নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় শামীম আহমদ নামে এক দুবাই প্রবাসীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাউৎগাঁও ইউনিয়নের মুকুন্দুপুর গ্রামে শামীমের চাচাতো ভাই সুফিয়ানদের সঙ্গে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। পৈত্রিক সম্পত্তি নিয়ে চলা বিরোধ মঙ্গলবার চরম আকার ধারণ করে। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন শামীম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কপিরাইট © 2017 Lokaloy24
Leave a Reply