লোকালয় ডেস্কঃ মাদ্রাসার পাশের এক বাসা থেকে কাউকে না বলে মোবাইলের একটি ব্যাটারি নিয়ে আসার ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিহাবকে নদীতে ফেলে দেয় তার বাবা। সিরাজগঞ্জের যমুনা নদীতে ফেলে শিহাব (১০) নামের এক শিশুপুত্রকে হত্যা চেষ্টার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ।
১ মে, মঙ্গলবার সকালে পৌরসভার একডালা পুনর্বাসন এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃত বাবার নাম লাবলু মিয়া। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। শিহাবের মা শাপলা খাতুন জানান, শিহাব চক কোবদাসপাড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার পাশের এক বাসা থেকে কাউকে না বলে মোবাইলের একটি ব্যাটারি নিয়ে আসে সে। পরে মাদ্রাসার শিক্ষক লাবলু মিয়াকে ডেকে তার হাতে তুলে দেয় শিহাবকে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিহাবকে ভয়ভীতি দেখিয়ে নদীতে ফেলে দেয় তার বাবা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, লাবলু মিয়া তার ছেলে শিহাবকে যমুনা নদীতে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শিহাবের বাবা লাবলুকে গ্রেফতার করে মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
Leave a Reply