দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় সংবাদ প্রকাশের পর, মোটরসাইকেল চুরির সাথে সম্পৃক্ততা থাকায় মোঃ হৃদয় চৌধুরী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার সময় ফান্দ্রাইল গ্রামের পাঁচ পীরের মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এসআই কাওছার মাহমুদ তুরন। পরবর্তীতে ৬ নভেম্বর আদালতের মাধ্যমে তাকে জেলে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত হৃদয় লুকড়া ইউনিয়নের ফান্দ্রাইল গ্রামের বাসিন্দা উজ্জল মিয়া চৌধুরীর ছেলে। এলাকাবাসীর অভিযোগ হৃদয় ওই এলাকার প্রভাবশালী মেম্বার জিলু মিয়া চৌধুরী ও লাউছ মিয়া চৌধুরীর ভাতিজা তাদের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে। এর আগে গত ৪ নভেম্বর একই অভিযোগে রুবেল চন্দ্র দাস নামের আরো এক যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ। রুবেল আনোয়ারপুর এলাকায় রুবেল অটো সার্ভিসিং এর মেকানিক। সে লাখাই বুল্লা ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা ‘অধীর চন্দ্র দাসের ছেলে। জানা যায় , গত ১৩ অক্টোবর রাত সাড়ে ৯টার সময় আসেরা গ্রামের বাসিন্দা শিশু মিয়ার ছেলে মোটর সাইকেলের মালিক মোঃ রিপন মিয়া তাদের বসত বাড়ির উঠোনে রানার চিতা মোটরসাইকেলটি রেখে ভিতরে যান। পরবর্তীতে তার ব্যক্তিগত কাজ সেরে রাত ১১টার দিকে বেরিয়ে দেখেন উঠোনে মোটরসাইকেলটি নেই কে বা কারা নিয়ে গেছে। এরপর অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে গত ১ নভেম্বর আনোয়ারপুর বাইপাস রোডে অবস্থিত রুবেল অটো সার্ভিসিং সেন্টারে রিপন মিয়া তার ব্যবহৃত মোটরসাইকেলটি দেখতে পান। এরপর হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশকে অবগত করলে কোর্ট ষ্টেশন পুলিশ ফাঁড়ির এস.আই মোঃ কাওছার মাহমুদ তোরন সঙ্গীয় ফোর্স সহ আনোয়ারপুর বাইপাস রোড সংলগ্ন রুবেল অটো সার্ভিসিং সেন্টারে তল্লাশী তল্লাশি চালিয়ে মোটর সাইকেলসহ প্রতিষ্ঠানের মালিক রুবেল চন্দ্র দাশকে আটক করে।
Leave a Reply