লোকালয় ডেস্কঃ মুহূর্তেই বদলে গেল রাজধানীর আকাশ। ঘড়ির কাঁটা যখন ৩টা তিরিশের ঘরে তখন বদলে গেল আকাশের চেহারা।
সকাল থেকে রাজধানীর আকাশজুড়ে ছিল ঝকঝকে রোদ। ধারণা করা হচ্ছিল কয়েক দিনের বজ্রবৃষ্টির রুটিনে হয়তো ছেদ পড়তে যাচ্ছে। কিন্তু ঘড়ির কাঁটা যখন ৩টা তিরিশের ঘরে তখন বদলে গেল আকাশের চেহারা। ধারণ করল রুদ্রমূর্তি। আকাশের এ রূপ ধরা পড়ল ক্যামেরায়।
আকাশের ঝকঝকে উজ্জ্বলতা মুহূর্তেই অন্ধকারে ছেয়ে যায়।
রাজ্যের মেঘ এসে ভর করে রাজধানীর বুকে।
গুলশান লেক ও উঁচু সব ভবন পেরিয়ে দেখা যাচ্ছে মেঘের আলো-আঁধারির খেলা।
Leave a Reply