খেলাধুলা ডেস্কঃ এক দিকে হারতে হারতে পয়েন্ট টেবিলের তলানীতে থাকা মুস্তাফিজের রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে দারুণ দাপটে টেবিলের শীর্ষে ওঠা চেন্নাই সুপার কিংস। চলমান আইপিএলের ২৭তম ম্যাচে আজ সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে এ দুই দুল।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও এবারের আসরের শুরু থেকেই যেন কূল কিনারা খুঁজে পাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্স। দলে তারকা খেলোয়াড়ের কমতি না থাকলে শেষ ৬ ম্যাচে মাত্র ১টিতে জয় পেয়েছে রোহিত শর্মার দলটি। অন্যদিকে ৬ ম্যাচের ৫টিতেই জিতে টেবিলের শীর্ষে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই।
নিজেদের শেষ ম্যাচে সানারাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাত্র ৮৭ রানে অলআউট হয়েছিল আইপিএল ইতিহাসের অন্যতম সফল দল মুম্বাই। আর মাত্র দুটি হারই এবার তাদের প্লে-অফ থেকে ছিটকে দিতে পারে। আজকের ম্যাচের প্রতিপক্ষ চেন্নাই হওয়ায় মুম্বাইয়ের ভবিষ্যত নিয়ে শঙ্কিত দলটির ভক্তরা। কেননা গত সপ্তাহের চেয়ে এবার আরও দুর্দান্ত ফর্মে চেন্নাই কিংস। নিজেদের শেষ ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে ধোনির বীরত্বে দুইশো উর্ধ্বো রান তাড়া করে জয় পেয়ে বেশ ফুরফুরে রয়েছে চেন্নাইয়ের খেলোয়াড়রা।
চলতি আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচেই শেষ ওভারের নাটকীয়তায় ১ উইকেটে জয় পেয়েছিল চেন্নাই শিবির।
মুম্বাইয়ে ব্যর্থতার কারণ হচ্ছে ব্যাটিংয়ে মিডলঅর্ডাররা সেরাটা দিতে পারছে না। এছাড়া দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টাতে দলীয়ভাবে সেরাটা বের করে আনতে পারছে না দলটি। আজকের ম্যাচে ধোনি-ব্রাভো-ওয়াটনসদের বিপক্ষে ভালো করতে হলে দলীয় প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে মুম্বাইয়ের।
Leave a Reply