স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে শাশুড়ি ও পুত্রবধূকে পিটিয়ে আহত করেছে দুর্বৃতরা। তবে তাদের দাবি একটি চোরের দল তাদের কুপিয়ে সর্বস্ব নিয়ে গেছে। এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। কেউ বলছে একই গ্রামের এক যুবক, আবার কেউ বলছে এক যুবক।
গুরুতর আহত অবস্থায় ওই গ্রামের মৃত ছুরত আলীর স্ত্রী শাশুড়ি আমেনা খাতুন (৬৫) ও প্রবাসী বুদ্ধি মিয়ার স্ত্রী ফারজানা (২৫) কে গতকাল রবিবার সকালে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা জানান, গত শনিবার রাত ১০টার দিকে একদল দুর্র্বৃত্ত তাদের ঘরে প্রবেশ করে পিটিয়ে আহত করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। সূত্র জানায়, একই এলাকার এক যুবকের সাথে আমেনা খাতুনের কথাকাটাকাটি হয়। এরই জের ধরে সে ঘরে প্রবেশ করে শাশুড়ি ও পুত্রবধূকে পিটিয়ে আহত করে। বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র জানান, কোনো অভিযোগ পাইনি। তবে পুলিশ পাঠিয়ে জানতে পারি একই গ্রামের এক যুবক পিটিয়ে আহত করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। তবে লুটপাটের ঘটনা ঘটেনি। অন্যকারণে ঘটনা ঘটেছে।
Leave a Reply