মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস প্রজন্মকে জানাতে হবিগঞ্জ প্রেসক্লাবের কর্মসূচি

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস প্রজন্মকে জানাতে হবিগঞ্জ প্রেসক্লাবের কর্মসূচি

হবিগঞ্জ অফিস থেকে: নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে ঐতিহ্যবাহী হবিগঞ্জ প্রেসক্লাব।
বুধবার বিকেলে ঐতিহ্যবাহী হবিগঞ্জ প্রেসক্লাবের অফিস কক্ষে ক্লাবের নতুন কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। প্রেসক্লাব সভাপতি দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ৭১ টিভি প্রতিনিধি শাকিল চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি এটিএন বাংলা প্রতিনিধি আব্দুল হালীম, যুগ্ম সম্পাদক ডিবিসি নিউজ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, কোধাষ্যক্ষ দৈনিক লোকালয় বার্তা সম্পাদক এমদাদুল ইসলাম সোহেল, যমুনা টিভি প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, দৈনিক সংবাদ প্রতিনিধি ফয়সল চৌধুরী, এসএ টিভি প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, কলকাতা টিভি প্রতিনিধি একে কাওসার,  দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মোঃ মামুন চৌধুরী, চ্যানেল টুয়েন্টি সিক্স প্রতিনিধি এস কে সাগর, ডেইলি ট্রাইব্যুনাল প্রতিনিধি এম মুজিবুর রহমান, করাঙ্গী নিউজ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, চ্যানেল এস এর সিরাজুল ইসলাম জীবন, সিলেট টুডে প্রতিনিধি শাকিলা ববি প্রমূখ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের সমাজের দর্পণ বলা হয়। তাই তাদের সামাজিক দায়বদ্ধতাও অনেক বেশি। এ দায়বদ্ধতা থেকেই মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ নতুন প্রজন্ম গড়তে এ উদ্যোগ নেয়া হচ্ছে। এ কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা কামনা করে নেতৃবৃন্দ।
সভায় প্রেসক্লাবের সাধারণ ও সহযোগী সদস্য পদে নতুনদের অন্তর্ভূক্তির জন্য আবেদন আহবানের সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com