সংবাদ শিরোনাম :
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ নবীগঞ্জে তাহসিন হত্যার প্রধান আসামী মান্না গ্রেফতার পৈলারকান্দির ফেরেঙ্গীটিলা গ্রামে ১৪৪ ধারা অমান্য করে জায়গা দখলের পায়তারা
মিয়ানমারের ওপর চাপ বাড়াতে ভারতকে আহ্বান প্রধানমন্ত্রীর

মিয়ানমারের ওপর চাপ বাড়াতে ভারতকে আহ্বান প্রধানমন্ত্রীর

মিয়ানমারের ওপর চাপ বাড়াতে ভারতকে আহ্বান প্রধানমন্ত্রীর
মিয়ানমারের ওপর চাপ বাড়াতে ভারতকে আহ্বান প্রধানমন্ত্রীর

লোকালয় ডেস্কঃ আমরা চাই বাংলাদেশ থেকে তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে ভারত মিয়ানমারের ওপর আরও চাপ প্রয়োগ করুক।

রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর ভারতকে আরও চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই বাংলাদেশ থেকে তাদের (মিয়ানমারের) নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে ভারত মিয়ানমারের ওপর আরও চাপ প্রয়োগ করুক।’

৯ এপ্রিল, সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে সৌজন্য সাক্ষাত করতে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর কথার পরিপ্রেক্ষিতে গোখলে বলেন, ‘বাংলাদেশ থেকে তাদের সকল নাগরিককে দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে ভারত মিয়ানমারকে ক্রমাগত আহ্বান জানিয়ে আসছে।

‘প্রায় ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ক্রমবর্ধমান সংকট সম্পর্কে আমরা সকলেই অবগত রয়েছি। আমাদের প্রধানমন্ত্রী এবং পুরো ভারত সরকার এ বিষয়ে বাংলাদেশের জন্য সম্ভাব্য সবকিছুই করবে।’

তিনি বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের বিশেষ করে নারী ও শিশুদের জন্য ফিল্ড হাসপাতাল স্থাপনের ওপরও গুরুত্বারোপ করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সঙ্গে করা সকল অঙ্গীকার বাস্তবায়ন করতে চান উল্লেখ করে গোখলে বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে চলমান সকল প্রকল্প পর্যবেক্ষণ করছি।’

আর প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা অনেক সমস্যারই সমাধান করেছি, এখন একটি সমস্যাই সমাধানের বাকি, সেটা হচ্ছে তিস্তা সমস্যা।’ দ্রুত এই সমস্যা সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

সৌজন্য সাক্ষাতের পর প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তার প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব কথা জানান।

এ ছাড়া বাংলাদেশের সঙ্গে লাইন অব ক্রেডিট (এলওসি) বিষয়েও কথা হয়। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘এ বছরের শেষ নাগাদ এই বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com