মিরাজের ১২ উইকেট শিকারে প্রথমবারের মত ইনিংস ব্যবধানে জয় পেল বাংলাদেশ

মিরাজের ১২ উইকেট শিকারে প্রথমবারের মত ইনিংস ব্যবধানে জয় পেল বাংলাদেশ

মিরাজের ১২ উইকেট শিকারে প্রথমবারের মত ইনিংস ব্যবধানে জয় পেল বাংলাদেশ
মিরাজের ১২ উইকেট শিকারে প্রথমবারের মত ইনিংস ব্যবধানে জয় পেল বাংলাদেশ

খেলাধুলা ডেস্কঃ শিমরন হেটমায়ার বালির বাঁধ হয়ে ছিলেন। কিন্তু তাঁর প্রতিরোধ বাদ দিলে ওয়েস্ট ইন্ডিজ যে ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে ,সেটি বোঝা যাচ্ছিল দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই। বাংলাদেশের স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করছিলেন একের পর এক ক্যারিবীয় ব্যাটসম্যান। মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাকিব আল হাসান ও নাঈম হাসান—স্বস্তি দেননি কেউই। স্পিন বিষে বিবশ ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা শেষ পর্যন্ত আত্মসমর্পণই করলেন। প্রথম ইনিংসে ১১১ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ওয়েস্ট ইন্ডিজ শেষ ২১৩ রানে। মিরপুর টেস্টে ইনিংস ও ১৮৪ রানে হেরে সিরিজ শেষ করল তারা। প্রথম ইনিংসে ৭ উইকেটের পাশাপাশি মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ইনিংসেও পেয়েছেন ৫ উইকেট। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়া বাংলাদেশ গত ১৮ বছরে অনেক টেস্টই হেরেছে ইনিংস ব্যবধানে। এই প্রথম টেস্টে নিজেদের ইনিংস জয়টা অন্যরকম অনুরণন রেখে যাবে বাংলাদেশের ক্রিকেট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com