চুনারুঘাট উপজেলায় খাদ্য সংকটে বন থেকে লোকালয়ে আসা একটি মায়া হরিণ উদ্ধার করা হয়েছে
রবিবার (২৮ মে) দুপুরে উপজেলার পারকুল চা বাগান থেকে বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এই হরিণ উদ্ধার করে।
বন বিভাগ জানায়, রবিবার সকালে একটি হরিণ পারকুল চা বাগান এলাকায় চলে আসলে লোকজন আটক করে রাখে। দুপুরে সেখান থেকে উদ্ধার করে হরিণটিকে বন বিভাগের কার্যালয়ে আনা হয়েছে।
বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জ কার্যালয়ের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী জানান, আনুমানিক দুই বছর বয়সী এই পুরুষ হরিণটি জ্বরে আক্রান্ত। এ অবস্থায় হৃদরোগে আক্রান্ত হওয়ার শঙ্কা থাকে। চিকিৎসায় সুস্থ হলে এটিকে হবিগঞ্জের বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
Leave a Reply