গত বছর শ্রীলঙ্কা সফরের শেষ টি-টোয়েন্টি খেলে এই সংস্করণ থেকে অবসর নেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি।
মাশরাফির অবসরের পর খেলা চারটি টি-টোয়েন্টিতেই হেরেছে বাংলাদেশ। এর মধ্যে শেষ দুটিতে শ্রীলঙ্কার কাছে দেশের মাটিতে দুই ম্যাচে হার বড় ব্যবধানে। মার্চের শুরুতে শ্রীলঙ্কায় আছে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
বিসিবি প্রধান জানান, দলে ফেরা নিয়ে মাশরাফির ইচ্ছাকেই গুরুত্ব দেবেন তারা।
“এটা নিয়ে আজ আলাপ হয়েছে। এটা তো মাশরাফির উপর নির্ভর করে। … আমি তো চাপ দিতে পারি না। আমি বলতে পারি; যদি সে রাজি হয়।”
“আমি ওকে এই সিরিজেও খেলতে বলেছিলাম। কিন্তু জোর দিয়ে না। ও তখন বলল, ও টেস্ট খেলতে চায়, টি-টোয়েন্টি খেলবে না। তারপর আর এটা এগোয়নি।”
“আমি ওকে বলেছিলাম, এই সিরিজে খেলতে। কারণ, নতুন বলে সে-ই সেরা, এতে কোনো সন্দেহ নাই। মুস্তাফিজ ছাড়া টি-টোয়েন্টির জন্য সবচেয়ে নির্ভর করার মতো বোলার কিন্তু মাশরাফি।”
Leave a Reply