ক্ষেতলাল থানার ওসি আকরাম আলী জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার সাগরামপুর পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেজিয়া বেগম (৫৫) ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী।
এ ঘটনায় রেজিয়ার ছেলে পলাশ হোসেনকে (২৮) আটক করা হয়েছে বলে ওসি জানান।
তিনি বলেন, “সকালে রেজিয়ার সঙ্গে পলাশের কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে পলাশ কোদাল দিয়ে রেজিয়ার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
পলাশ জন্মের পর থেকেই ‘মানসিক সমস্যায়’ ভুগছিলেন বলে স্বজনদের বরাতে ওসি জানান।
লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply