লোকালয় ডেস্কঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক অভিযানে ২২ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (৩ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি-৫৫ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এম জাহিদুর রশিদ।
তিনি জানান, বুধবার রাতে বিজিবির তেলিয়াপাড়া বিওপির একটি দল উপজেলার কিবরিয়াবাদ নামক স্থানে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার করে আনা ৭৬৮ পিস শাড়ি জব্দ করে। যার দাম ২২ লাখ ৩৯ হাজার ৫শ’ টাকা। অপরদিকে রাজেন্দ্রপুর বিওপির একদল সদস্য উপজেলার চৈতন্যপুর এলাকা থেকে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করে। তবে এ দু’টি অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply