ক্রাইম ডেস্কঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩৩ কেজি গাঁজা, ২০ বোতল ভারতীয় মদ ও ২০ লিটার বাংলা মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩ মে) দিবাগত রাতে পৃথক অভিযানে এ মাদক জব্দ করা হয়।
বিজিবি-৫৫ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশিদ জানান, বিজিবি মনতলা বিওপির নায়েক শাহ ইমরানের নেতৃত্বে একদল জোয়ান উপজেলার চৈতন্যপুর এলাকা থেকে ১৩৩ কেজি গাঁজা জব্দ করে।
অপরদিকে বিজিবি ধর্মঘর বিওপির একদল জোয়ান উপজেলার আলী নগর এলাকা থেকে ২০ বোতল ভারতীয় মদ এবং ২০ লিটার বাংলা মদ জব্দ করে। উভয় অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে হবিগঞ্জে পুলিশের অভিযানে ১২ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ মে) রাত থেকে শুক্রবার (৪ মে) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ৩ জন পরোয়ানাভুক্ত এবং ৯ জন নিয়মিত মামলার আসামি। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মিডিয়া নাজিম উদ্দিন এতথ্য জানিয়েছেন।
Leave a Reply