স্টাফ রিপোর্র্টার : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাজারে নিষিদ্ধ পলিথিনবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতে ১১টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৬ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। পাশাপাশি প্রায় ১.২ মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। সোমবার (২৪ অক্টোবর) এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় রতন রায় স্টোরকে ৮০ হাজার টাকা, জামাল স্টোরকে ৩৫ হাজার টাকা, গনেস্বর ভান্ডারকে ৩০ হাজার টাকা, শ্যামা স্টোরকে ৩৫ হাজার টাকা, দয়ামায়া স্টোরকে ৫০ হাজার টাকা, কৃষ্ণ চন্দ্র পালকে ১ লক্ষ টাকা, চুটু মিয়া স্টোরকে ৩০ হাজার টাকা, স্বরুপ ভান্ডারকে ১ লক্ষ টাকা, হরিলাল স্টোরকে ৪৫ হাজার টাকা, মেসার্স কাজল চক্রবর্তীকে ৫০ হাজার টাকা ও ভাই ভাই স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা এবং তা আদায় করা হয়। অবৈধ পলিথিনবিরোধী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন। তাকে সহায়তা করেন র্যাব-৯ এর উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম ও তার দল।
Leave a Reply