মাধবপুর উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ মে) উপজেলার আন্দিউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত সাচ্চু মিয়া (৪০) উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সায়হামনগর গ্রামের সালেহ মিয়ার ছেলে।
জেলার শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূঁইয়া বলেন, সাচ্চু তার সিএনজিতে গ্যাস নিয়ে মাধবপুর থেকে শায়েস্তাগঞ্জ ফিরছিলেন। পথে কোনো একটি গাড়ি সিএনজিটিকে চাপা দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন মহাসড়কে দুর্ঘটনা কবলিত সিএনজি ও চালকের মরদেহ দেখতে পান।
তিনি আরও বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। চাপা দেওয়া গাড়িটি খুঁজে বের করার চেষ্টা চলছে।
Leave a Reply