সংবাদ শিরোনাম :
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ নবীগঞ্জে তাহসিন হত্যার প্রধান আসামী মান্না গ্রেফতার পৈলারকান্দির ফেরেঙ্গীটিলা গ্রামে ১৪৪ ধারা অমান্য করে জায়গা দখলের পায়তারা
মাধবপুরে মালিকানার জোর দেখিয়ে পথচলায় প্রতিবন্ধকতা সৃষ্টি! 

মাধবপুরে মালিকানার জোর দেখিয়ে পথচলায় প্রতিবন্ধকতা সৃষ্টি! 

মাধবপুর প্রতিনিধি : বছরের পর বছর  ভুক্তভোগীরা পথচলার সমাধান পাচ্ছেন না।ব্যক্তি মালিকানার জোর দেখিয়ে স্থানীয় প্রভাবশালী গ্রামের শামসু মিয়া,হারুন মিয়া ,লিকন মিয়া ও লিটন মিয়া নামের ৪ জন লোক অতিরিক্ত দামে পথরাস্তা বিক্রির উদ্দেশ্যে রাস্তা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। ঘটনাটি  হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউপির কমলপুর  গ্রামের কোনাবাড়ি মহল্লায়। থানীয় ভুক্তভোগী তারা মিয়া ও মাসুক মিয়া জানায়, আমরা অনেক বছর ধরে রাস্তা চলাচলে ও মেরামত করতে বাধার সম্মখীন হচ্ছি। বাড়িতে যেতে আসতে করতে ভীষণ কষ্ট হয়। ছেলে-মেয়ে  ও বৃদ্ধ বাবা-মা নিয়ে চলাফেরা করতে সমস্যা হচ্ছে। চেয়াম্যানের কাছে গেলেও তারা তার কোনো সমাধান পায় নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, জমির মালিক শামসু মিয়া আমার কাছে এসেছে আমি তাকে বলেছি রাস্তা দিয়ে দিতে । তিনি আরো বলেন, আমার এলাকায় রাস্তা বন্ধ করে দেয়ার অনিয়ম চলবে না। মনতলা ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা কুতুবউদ্দিন বলেন, সুখাধিকার আইনে রাস্তা বন্ধ করার কোনো বিধান নাই।কমলপুরের রাস্তা বন্ধ বিষয়টা আমরা উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করব। তিনি মাধবপুর উপজেলার নির্বাহী ইউএনওকে লিখিতভাবে জানানোর পরামর্শ দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com