মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক অভিযান চালিয়ে ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার দুপুরে হবিগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খায়রুল আলমের নেতৃত্বে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ভান্ডারুয়া গ্রাম থেকে ৪৫ পিছ ইয়াবা সহ আক্তার হোসেন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে ওই গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে। এদিকে রোববার রাতে ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের এএসআই ইব্রাহীম রতনপুর-ছাতিয়াইন সড়ক থেকে ৮০ পিছ ইয়াবা সহ আব্দুল কাদির (২২) নামে এক যুবককে গ্রেফতার করে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার তারাউল্লা গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করেছেন।
Leave a Reply