মাধবপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধবপুর বাজার এলাকা থেকে ২১ কেজি গাঁজাসহ শফিক মিয়া (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
রবিবার (১৪ ফেব্রুয়ারী) সকালে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিক দল লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদে ভিত্তিতে অভিযানকালে তাকে আটক করা হয়।
শফিক মিয়া ব্রাক্ষণবাড়ীয়ার বিজয়নগর থানার কাশিনগর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওবাইদ জানান, আটককৃত মাদক ব্যবসায়ী শফিক মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন জানান, শফিক মিয়াকে রবিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কপিরাইট © 2017 Lokaloy24
Leave a Reply