স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুরে কলেজ ছাত্র মিশু হত্যার প্রধান আসামীকে গ্রেফতার করছে পুলিশ।শনিবার (১৩ নভেম্বর) রাতে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার দক্ষিন সাঙ্গর হাওর অঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামী শিমুল মিয়া উপজেলার হরিতলা গ্রামের শফিক মিয়ার ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মানিক কুমার সাহা ও রাজীব রায়ের নেতৃত্বে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করে। মামলার সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর রাতে ছাতিয়াইন স্কুল মাঠে ওয়াজ মাহফিল শুনে বাড়ী ফেরার পথে হরিতলা গ্রামের শফিক মিয়ার ছেলে শিমুল মিয়ার নেতৃত্বে কয়েকজন যুবক মিশুর উপর অর্তকিত হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ার গ্রামের শামসুল হকের ছেলে এবং মাওলানা আসাদ আলী ডিগ্রি কলেজের একদশ ২য় বর্ষের ছাত্র আতিকুল ইসলাম মিশু (১৮) এবং সেলিম মিয়ার পুত্র তারেক (১৯) গুরুতর আহত হয়। আহত অবস্থায় আতিকুল ইসলাম মিশুকে হাসপাতাল নেওয়ার পথে মৃত্যু বরন করে। এ ঘটনায় নিহত মিশুর মা ৬ নভেম্বর তাছলিমা খাতুন বাদী হয়ে শিমুলকে প্রধান আসামি করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আহত তারেক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে, বাকী আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত আছে।
Leave a Reply