দিনাজপুর, (রংপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরল উপজেলার দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে উধাও হয়েছেন এক মাদ্রাসা শিক্ষক। এ ঘটনা জানা জানি হলে এলাকাবাসী বিরলের কাজিপাড়া বাজারের পাশে থাকা ওই শিক্ষক রুবেলের নেতৃত্বে পরিচালিত কোচিং সেন্টারে তালা ঝুলিয়ে দিয়েছে।
এলাকাবাসীরা জানান, গত বুধবার সকালে বিরলের কাজিপাড়া (সর্দার পাড়া) গ্রামের হেলালের কন্য লিজা প্রতিদিনের ন্যায় কাজিপাড়া দাখিল মাদ্রাসায় পড়তে যায়। সে ওই মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। বিকালে ছুটির পর লিজা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজতে থাকে। এক পর্যায় জানতে পারে, মাদ্রাসার এবতেদায়ী বিভাগের শিক্ষক একই গ্রামের দুই সন্তানের জনক তইমুর রহমান রুবেল (৩৫) ওই ছাত্রীকে নিয়ে পালিয়েছে।
এব্যাপারে মাদ্রাসা পরিচালানা কমিটির সভাপতি এম আব্দুল লতিফ সাংবাদিকদের জানান, এ ঘটনা সঠিক হলে ওই শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিরল থানার ওসি আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রীর পিতা হেলাল বুধবার রাতেই এ ঘটনায় থানায় একটি জিডি করেছেন।
Leave a Reply