বলিউডের বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চন। কয়েকদিন আগে শোনা যায়, অভিনয় থেকে অবসর নিচ্ছেন তিনি। কিন্তু এই মুহূর্তে কাজ থেকে অবসর নিবেন না এই অভিনেতা।
বর্তমানে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শুটিং করছেন অমিতাভ বচ্চন। শুধু তাই নয়, মাইনাস ৩ ডিগ্রি তাপমাত্রায় শুটিং করছেন বলে জানিয়েছে ডেকান ক্রনিকল।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শুটিং হিমাচল প্রদেশে হচ্ছে। সেখানে মাইনাস ৩ ডিগ্রি তাপমাত্রায় শুটিং করছেন অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট।
অন্যদিকে অমিতাভ বচ্চন ইনস্টাগ্রাম ও টুইটারে শুটিংয়ের ছবি পোস্ট করে লিখেছেন—‘মাইনাস ৩ ডিগ্রি… কনকনে শীত’। ছবিতে দেখা যায়, অমিতাভের চোখে রঙিন চশমা। পরনে চেক লাল শার্ট। তার ওপর পরেছেন কালো রঙের জ্যাকেট। পাশেই কালো রঙের জ্যাকেট পরে দাঁড়িয়ে আছেন রণবীর কাপুর।
‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এটি পরিচালনা করছেন আয়ান মুখার্জি। প্রযোজনা করছেন করন জোহর। এছাড়াও অভিনয় করছেন—নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ। আাগমী বছর গ্রীষ্মে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
কপিরাইট © 2017 Lokaloy24
Leave a Reply