মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে র‌্যাবের ওপর হামলা

মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে র‌্যাবের ওপর হামলা

http://lokaloy24.com
http://lokaloy24.com

লোকালয় ডেস্ক:চট্টগ্রামে মসজিদের মাইকে ডাকাত এসে বলে ঘোষণা দিয়ে র‌্যাবের ওপর হামলা হয়েছে। এতে চার র‌্যাব সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে র‌্যাব। রবিবার (১১ জুলাই) নগরীর বলিরহাট এলাকায় এই ঘটনা ঘটে।

 

 

 

র‌্যাব জানায়, বাকলিয়া-বলিরহাট এলাকায় অবৈধভাবে সংগ্রহ করে মূল্যবান কাঠ মজুত করা হয়েছে বলে র‌্যাবের কাছে খবর আসে। সত্যতা যাচাইয়ের পর বনবিভাগের কর্মকর্তাদের নিয়ে অভিযান শুরু করে র‌্যাব।

 

র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল বলেন, র‌্যাব সদস্যরা অভিযান শুরু করলে স্থানীয় কয়েকজন লোক এলাকায় ডাকাত এসেছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেন। তখন এলাকার লোকজন জড়ো হয়ে র‌্যাবের ওপর হামলা চালায়। তাদের হামলায় আমাদের চারজন সদস্য আহত হয়েছে। খবর পেয়ে আমরা আরো র‌্যাব সদস্য পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

 

 

এসময় অভিযানে চারজনকে আটক করেছে র‌্যাব। রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর নাছিরুল হাসান খান। তিনি আরও জানান, অভিযানে ২০ ট্রাক চোরাই কাঠ জব্দ করা হয়েছে। হামলার ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com