ভূমি জরিপ ও সেটেলমেন্টর বিভিন্ন কর্মকাণ্ডে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। ভূমি সংক্রান্ত জটিলতায় স্বজনদের মাঝে সৃষ্টি হচ্ছে দ্বন্দ্ব সংঘাতের।অভিযোগ রয়েছে, আর্থিক লেনদেনের মাধ্যমে জরিপ কর্মকর্তারা একজনের জমি লিখে দিচ্ছেন অন্যজনের নামে। স্থানীয় প্রভাবশালী দালালচক্রের সঙ্গে জরিপ কর্মকর্তাদের রয়েছে বিশেষ সখ্য। ভয়ে তাদের বিরুদ্ধে মুখ খুলতে পারছেন না ভুক্তভোগীরা। জমি হারানোর শঙ্কায় জরিপ কর্মকর্তাদের চাহিদামতো উৎকোচ দিতেও বাধ্য হচ্ছেন ভূমির মালিকরা। এতে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হচ্ছেন সাধারণ মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, সেটেলমেন্ট জরিপে একজনের সম্পদ অন্যজনের নামে হয়ে যাচ্ছে। পরে এ সমস্যা মামলা মোকদ্দমা পর্যন্ত গড়ায়। তবুও সমস্যার সমাধান হয় না। হুমকির ভয়ে কিছু বলতে পারি না। আমরা অসহায় মানুষ, সম্পদ হারিয়ে আরও অসহায় হচ্ছি। যুগ যুগ ধরে জরিপ কাজে এসব অনিয়ম চলে আসলেও তা বন্ধে কার্যকরী ভূমিকা নিচ্ছে না সংশ্লিষ্ট বিভাগ এ ব্যাপারে হবিগঞ্জ সদরের সহকারী কমিশনার ( ভূমি) আসমা বিনতে রফিক বলেন, ‘আমাদের কাছে যদি এমন অভিযোগ আসে যে, ভূমি জরিপ ও সেটেলমেন্টের কাজে হয়রানির শিকার হচ্ছেন সেবাপ্রার্থীরা, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এমনকি কারও বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। হবিগঞ্জের ১৫৭টি মৌজার মধ্যে ১২৩টি মৌজার চূড়ান্ত জরিপ কাজ সমাপ্ত হয়েছে। বাকি ৩৪টি মৌজার জরিপের কাজ চলমান।
Leave a Reply