লোকালয় ডেস্কঃ ভূমিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে দুর্নীতির এক মামলায় গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানান, রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গুলশান এলাকায় ১০ কাঠা জমি অবৈধভাবে আত্মসাতের অভিযোগে ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিনের বিরুদ্ধে রোববারই একটি মামলা করা হয়।
দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম বাদী হয়ে গুলাশন থানায় ওই মামলা করেন জানিয়ে প্রনব বলেন, “ওই মামলায় কতুব উদ্দিনকে গ্রেপ্তার দেখানো হবে।”
Leave a Reply