সংবাদ শিরোনাম :
ভুঁইফোঁড় অনলাইন মোকাবিলা করা হবে: তথ্যমন্ত্রী

ভুঁইফোঁড় অনলাইন মোকাবিলা করা হবে: তথ্যমন্ত্রী

ভুঁইফোঁড় অনলাইন মোকাবিলা করা হবে: তথ্যমন্ত্রী
ভুঁইফোঁড় অনলাইন মোকাবিলা করা হবে: তথ্যমন্ত্রী

ঢাকা- সবার সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে ভূঁইফোড় অনলাইন গণমাধ্যমের নেতিবাচক সংবাদের প্রভাব মোকাবেলায় কাজ করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

মঙ্গলবার (৮ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে দায়িত্ব নিয়েই গণমাধ্যমের কাছে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘গতকাল শপথ নেওয়ার পর অনেক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, অনেক ভুঁইফোঁড় অনলাইন সংবাদ মাধ্যম তৈরি হয়েছে। তারা অনেক সময় ভুল সংবাদ পরিবেশন করে। এতে অনেকের চরিত্র হননের ঘটনাও ঘটে। এসব ভুঁইফোঁড় অনলাইন সবার সহযোগিতায় মোকাবিলা করা হবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশে বেসরকারি অনেক টেলিভিশন চ্যানেল রয়েছে। বেসরকারি চ্যানেলের যাত্রা শুরু হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রথম দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন, তখন।’ তিনি বলেন,‘বাংলাদেশে আজকে যে সামাজিক যোগাযোগের মাধ্যম প্রচণ্ড শক্তিশালী হয়েছে, সেটিও শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। চ্যালেঞ্জ মোকাবিলা করেই প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে গেছেন।’

তথ্য মন্ত্রণালয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রের চতুর্থ অঙ্গ হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম সমাজের দর্পণ। সমাজের সব চিত্র দেখায় গণমাধ্যম। সমাজকে সঠিক খাতে প্রবাহিত করতে গণমাধ্যমের ভূমিকা রয়েছে। আমার জীবনে অনেক চ্যালেঞ্জ ছিল। স্কুল জীবন থেকে সব সময় আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। আজও করবো। সাংবাদিকদের অনেকগুলো সমস্যা আছে। কিছু জানি, আবার কিছু জানার চেষ্টা করবো।’

হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ নিয়ে আজ দেশকে এগিয়ে নিয়েছেন। আমিও আমার জীবন চ্যালেঞ্জ রেখে প্রতিটি কাজ করছি। বাংলাদেশে গণমাধ্যামের বিকাশ ঘটিয়েছেন শেখ হাসিনা। অনলাইন গণমাধ্যমের বিকাশ, সামাজিক যোগাযোগমাধ্যমের বিকাশ এই আওয়ামী লীগ সরকারের আমলেই ঘটেছে।

তিনি বলেন, একসময় বাংলাদেশে ছেড়া কাপড়, খালি পায়ের মানুষ দেখা যেতো। গ্রামে-গঞ্জে মেঠোপথ এখন আর নেই। রাস্তা-ঘাটের উন্নয়ন হয়েছে। খাদ্যের ঘাটতি ছিলো, সে ঘাটতি এখন নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com