লোকালয় ডেস্কঃ মানসিক ভারসাম্যহীন এক মায়ের ধারালো অস্ত্র ও হাতুড়ির আঘাতে রাজিব হোসেন (২৮) নামে আহত এক যুবকের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ এপ্রিল) দিনগত রাতে তার মৃত্যু হয়।
এর আগে নাটোরে ১০ এপ্রিল দিনগত রাতে মানসিক ভারসাম্যহীন মা তার ছেলেকে হাতুড়ি দিয়ে পিটায় ও ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে। রাজিব হোসেন শহরের তেবাড়িয়া এলাকার সোবহানের ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান বুধবার (১৮ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, রাজিবের মা রেজিয়া বেগম মানসিক রোগে আক্রান্ত। গত ১০ এপ্রিল দিনগত রাতে তার ছোট ছেলে রাজিবকে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন তিনি।
এসময় রাজিবকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। এ ব্যাপারে এখনও কেউ কোনো অভিযোগ করেননি।
Leave a Reply