সংবাদ শিরোনাম :
ভাঙা হচ্ছে রাজমনি সিনেমা হল

ভাঙা হচ্ছে রাজমনি সিনেমা হল

ভাঙা হচ্ছে রাজমনি সিনেমা হল
ভাঙা হচ্ছে রাজমনি সিনেমা হল

ভেঙে ফেলা হচ্ছে বাজধানীর রাজমনি সিনেমা হল। আজ রোববার সিনেমা হল থেকে মেশিন, সার্ভার খুলে ফেলা হয়েছে। সকাল থেকে হল ভাঙার কাজ চলছে। খোঁজ নিয়ে জানা যায়, রাজমনি হল ভেঙে এখানে সিনেপ্লেক্স নির্মাণ করা হবে।

১৯৮৩ সালে রাজমনি সিনেমা হল নির্মাণ করা হয়। এ প্রেক্ষাগৃহে নিয়মিত সিনেমা প্রদর্শন করা হয়ে থাকে। এ হলের মালিক মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ মনি।

বেশ কয়েক বছর ধরেই ঢাকাই চলচ্চিত্রে মন্দা অবস্থা বিরাজ করছে। খুড়িয়ে খুড়িয়ে চলছে সিনেমা হলগুলো। অনেক সময় নতুন সিনেমা না থাকায় পুরোনো সিনেমা দিয়ে হলগুলো চালু রাখা হয়ে থাকে। এজন্য হল মালিকদের লোকসান গুণতে হচ্ছে।

যার কারণে ধীরে ধীরে প্রেক্ষাগৃহগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তবে সিনেমা প্রযোজকদের ভাষ্য, সিনেমা হলের পরিবেশ ভালো না থাকায় দর্শক হলবিমুখ হচ্ছেন। রাজমনি সিনেপ্লেক্সে রূপান্তরিত হলে দর্শকরা ভালো পরিবেশ পাবেন। যা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com