ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েছেন মেসি-নেইমার

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েছেন মেসি-নেইমার

ব্যালন ডি অর ফুটবলারদের ব্যক্তিগত নৈপুণ্যের জন্য দেওয়া সবচেয়ে প্রাচীন পুরস্কার। সাতবার ব্যালন ডি’অর জিতে অনন্য এক উচ্চতায় চলে গেছেন মেসি। তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো জিতেছেন পাঁচটি।

তবে ২০০৫ সালের পর প্রথমবারের মতো এই গুরুত্বপূর্ণ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েছেন মেসি। একই সাথে তার সতীর্থ ব্রাজিলিয়ান তারকা নেইমারও বাদ পড়েছেন। নিয়তি বোধ হয় একেই বলে।

তবে, মেসির নাম না থাকলেও ঠিকই নিজের অবস্থান ধরে রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা : থিবো কুর্তোয়া, রাফায়েল লিও, ক্রিস্টোফার এনকুকু, মোহামেদ সালাহ, জশুয়া কিমিচ, ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড, ভিনিসিয়াস জুনিয়র, বের্নার্দো সিলভা, লুইস দিয়াস, রবের্ত লেভানডোভস্কি, রিয়াদ মাহরেজ, কাসেমিরো, হিউং মিন সন, ফাবিনিয়ো, করিম বেনজেমা, মাইক মাইগনান, হ্যারি কেইন, ডারউইন নুনেজ, ফিল ফোডেন, সাদিও মানে, সেবাস্তিয়ান হলার, লুকা মদ্রিচ, ক্রিস্টিয়ানো রোনালদো, আন্তোনিও রুদিগার, কেভিন ডি ব্রুইনা, দুসান ভ্লাহোভিচ, ভার্জিল ফন ডাইক, জোয়াও কান্সেলো, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com