স্টাফ রিপোর্টার ॥ বিয়ের প্রলোভন দিয়ে মাধবপুরের নোয়াপাড়ায় যুবতীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ ওই যুবতীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, নবীগঞ্জ উপজেলার রামপুর গ্রামের এক যুবতির সাথে শায়েস্তাগঞ্জ উপজেলার শুকড়ি পাড়া গ্রামের নিয়ামত মিয়ার পুত্র মাসুম মিয়া (৩০) এর সাথে প্রেমের সম্পর্ক চলে আসছে। বিয়ের প্রলোভন দিয়ে মাসুম ওই যুবতীকে শায়েস্তাগঞ্জ নিয়ে আসে। সেখান থেকে গত শনিবার রাতে নোয়াপাড়া এলাকার এক বাসায় নিয়ে যায়। সেখানে রাতভর ধর্ষণ করে মাসুম পালিয়ে যায়। পরে রবিবার ওই নারী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন।
Leave a Reply