প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব অর্থনৈতিক বিপর্যয়ে বাংলাদেশও ভুগছে। আর এই পরিস্থিতিতে মানুষের কথা চিন্তা করে সরকার চাহিদা পূরণের চেষ্টা চালাচ্ছে। রবিবার রাতে জাতীয় সংসদের ২০তম অধিবেশনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অনেক উন্নত দেশও হিমশিম খাচ্ছে আজ। বিশ্বজুড়ে বিপর্যস্ত অবস্থা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফল আমাদেরও ভোগ করতে হচ্ছে। সারা বিশ্বে এখন ভয়াবহ মূল্যস্ফীতি। শেখ হাসিনা বলেন, আমরা মানুষের চাহিদা পূরণের চেষ্টা করছি। এরপরও আমাদের ওপর চাপ আসছে। সবকিছুতে ভর্তুকির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বাজেট দিয়ে দেশকে ভালোভাবে চালাচ্ছিলাম। ভর্তুকি রেখেছিলাম বাজেটে। কিন্তু মূল্যবৃদ্ধির জন্য চাহিদা বেড়ে গেছে। জ্বালানি তেলসহ সবকিছুতে অতিরিক্ত ভর্তুকি দিতে হচ্ছে। ফলে রিজার্ভেও প্রভাব পড়ছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
Leave a Reply