লোকালয় ডেস্কঃ বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ৩১ লাখ ছাড়ালো।
বুধবার (২৯ এপ্রিল) জন্স হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে শনাক্ত কোভিড-১৯ রোগী মোট ৩১ লাখ ১৬ হাজার ৬৮০ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ১৭ হাজার ১৬৮ জনের এবং সুস্থ হয়েছেন ৯ লাখ ২৮ হাজার ৭১২ জন।
সবচেয়ে বেশি শনাক্ত রোগী রয়েছে যুক্তরাষ্ট্রে, যা ১০ লাখ ১২ হাজার ৫৮৩ জন। দেশটিতে মারা গেছেন ৫৮ হাজার ৩৫৫ জন, যা বিশ্বে সর্বাধিক।
এরপরই রয়েছে ইতালি। দেশটিতে মারা গেছেন ২৭ হাজার ৩৫৯ জন। স্পেনে মারা গেছেন ২৩ হাজার ৮২২ জন।
চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে দেশটিতে মারা গেছেন ৪ হাজার ৬৩৭ জন।
কপিরাইট © 2017 Lokaloy24
Leave a Reply