সংবাদ শিরোনাম :
বিশ্বকাপে আত্মবিশ্বাস রেখে খেলতে বললেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপে আত্মবিশ্বাস রেখে খেলতে বললেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপে আত্মবিশ্বাস রেখে খেলতে বললেন প্রধানমন্ত্রী

সচিবালয় প্রতিবেদক : আসন্ন ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলকে আত্মবিশ্বাস রেখে খেলতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্বকাপ মিশনে দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারার। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সেখানে পৌঁছান তারা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

টাইগারদের উৎসাহ দেওয়ার এ সৌজন্য সাক্ষাতে ক্রিকেটাররা ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঊর্ধ্বতন কর্মকর্তা ও কোচরা উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে মাশরাফিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বকাপে আত্মবিশ্বাস রেখে খেলবে। কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই। লম্বা সময় সেখানে থাকতে হবে। মনোযোগ ধরে রাখবে।’

সাক্ষাৎ শেষে গণভবনে প্রধানমন্ত্রী ও ক্রিকেটাররা একসঙ্গে দুপুরের খাবার গ্রহণ করেন। এরপর বিকেলে সংসদ অধিবেশনে যোগ দেবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্বকাপের আগে আয়ার‍ল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এ লক্ষ্যে আগামীকাল বুধবার দেশ ছাড়বে  মাশরাফি বাহিনী।

এর আগে গতকাল সোমবার বিশ্বকাপে বাংলাদেশের জার্সি উন্মোচন করে বিসিবি। ওই দিন হোম অব ক্রিকেট মিরপুরে ওয়ানডে অধিনায়ক মাশরাফির হাতে নতুন জার্সি তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com