সংবাদ শিরোনাম :
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ নবীগঞ্জে তাহসিন হত্যার প্রধান আসামী মান্না গ্রেফতার পৈলারকান্দির ফেরেঙ্গীটিলা গ্রামে ১৪৪ ধারা অমান্য করে জায়গা দখলের পায়তারা
বিতর্কে পড়ে টিএসসি’র দোকান খুলে দিলো প্রশাসন

বিতর্কে পড়ে টিএসসি’র দোকান খুলে দিলো প্রশাসন

বিতর্কে পড়ে বন্ধ করে দেয়ার ছয় ঘন্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনের চায়ের দোকানগুলো পুনরায় খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে গত সোমবার রাতে টিএসসির সামনের সব ভ্রাম্যমাণ দোকান বন্ধ রাখতে বলা হয় বলে জানান দোকানদাররা। ওই নির্দেশনার পর মঙ্গলবার সকালে দোকানগুলো খুলতে গিয়ে ফের প্রশাসনের বাধার মুখে পড়ে তারা। বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্নভাবে এর প্রতিবাদ জানায়। এক পর্যায়ে দুপুরে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস থেকে দোকানগুলো চালু করার অনুমতি দেয়া হয়।

তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, শুধু টিএসসির সামনের দোকান বন্ধের নির্দেশনা দেয়া হয়নি। নির্দেশনা ছিল পুরো ক্যাম্পাসে অনুমতিহীন ভাসমান সব দোকান বন্ধের। তিনি বলেন, টিএসসিতেও যাদের অনুমতি আছে তারা দোকান খুলতে পারবে। যদিও টিএসসির সামনের দোকানদাররা অভিযোগ করে বলেন, টিএসসির দোকানসমূহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে খোলা হয়েছে, লিখিত অনুমতি নেই। তাই তাদের দোকান চালু করতে দেয়া হয়নি প্রথমে, পরে অনুমতি দেয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com