লোকালয় ডেস্কঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ি থেকে পালিয়ে গেছেন এক করোনা রোগী। বৃহস্পতিবার তার করোনা পজিটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন এ তথ্য জানান। ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি উপজেলার নাইঘর গ্রামে। তিনি পরিবার নিয়ে চট্টগ্রামে থাকেন।
ডা. আবু হাসনাত জানান, ২৫ এপ্রিল বাড়িতে ফেরেন ওই ব্যক্তি। খবর পেয়ে পরদিন তার নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্যকর্মীরা। একই দিন বিকেলে কাউকে না বলে পরিবার নিয়ে চট্টগ্রামে চলে যান তিনি।
স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, বৃহস্পতিবার ওই ব্যক্তির করোনা পজিটিভ আসে। পরে আইসোলেশনে পাঠাতে বাড়িতে গিয়ে তাকে পাননি উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ ঘটনায় আক্রান্ত ব্যক্তির পরিবারের ১০ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি আজম মাহমুদ বলেন, ওই ব্যক্তির বর্তমান অবস্থানের একটি তথ্য পেয়েছি। তাকে খুঁজে বের করে চিকিৎসা দেয়া হবে।
কপিরাইট © 2017 Lokaloy24
Leave a Reply