স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের বাহুবলের সাতগাঁও এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় নিলয় আহমেদ (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) বিকাল বাহুবলের সাতগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নিলয় আহমেদ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের মাধবপাশার মফিজুল ইসলামের পুত্র। তবে মফিজুল ইসলাম স্ত্রী সন্তানাদি সহ দীর্ঘদিন যাবত পৌরসভার কাট বাজার সংলগ্ন একটি বাসায় বসবাস করে আসছেন এবং নিলয় আহমেদ আজমিরীগঞ্জ এ্যামালগেমেটেড বীর চরণ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে ২০২২ সালের অনুষ্টিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
Leave a Reply