বাহুবল প্রতিনিধি: বাহুবলে মালবাহী ট্রাকের চাপায় এক কৃষকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এ সময় তার পাশে থাকা ওপর এক কৃষক গুরুত্বর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দিনগত রাত ১টায় উপজেলার ডুবাঐ আখঞ্জী ফিলিং স্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত কালা ছাউধনের পুত্র কৃষক মখলিছ মিয়া (৫৫) ও একই গ্রামের মৃত জয়ধন মিয়ার পুত্র কৃষক আব্দুল কালাম (৩৫) জমি থেকে ধানা কেটে এনে ঢাকা-সিলেট মহাসড়ের ডুবাঐ আখঞ্জী ফিলিং স্টেশনের সামনে জমা করছিল। এমন সময় সিলেট গামী একটি মালবাগী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা ঐ দুই কৃষককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে কৃষক মখলিছ মিয়া ঘটনাস্থলেই মারা যায়। এছাড়াও এ ঘটনায় ওপর কৃষক আব্দুল কালামকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বাহুবল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা অবনতি দেখলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে প্রেরণ করেন।
এ সময় দূর্ঘটনার খবর পেয়ে স্থানীয় উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোদ্ধ করলে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর ও পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া দূর্ঘটনাস্থলে পৌছে উত্তেজিত জনতাকে দূর্ঘটনার সঠিক বিচারের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়।
Leave a Reply