বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহা সড়কের পুটিজুরী ইউনিয়নের চকসুখচর নামক স্থানে এ ঘটনা ঘটে। জানা যায়, পুটিজুরী ইউনিয়নের মিরের পাড়া গ্রামের মৃত মুহিত মিয়ার পুত্র আজাদ মিয়া (২৫) মোটর সাইকেলযোগে নবীগঞ্জ উপজেলার পানিউমদা থেকে পুটিজুরী বাজার আসার পথে উল্লেখিত স্থানে পৌচলে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পরই স্থানীয় জনতা আজাদ মিয়ার লাশ মহা সড়ক থেকে উদ্ধার করে তার নিজ বাড়িতে নিয়ে আসেন।
Leave a Reply