সংবাদ শিরোনাম :
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ নবীগঞ্জে তাহসিন হত্যার প্রধান আসামী মান্না গ্রেফতার পৈলারকান্দির ফেরেঙ্গীটিলা গ্রামে ১৪৪ ধারা অমান্য করে জায়গা দখলের পায়তারা
বাহুবলে ভালবাসার অপরাধে ঘরবন্ধি দুই মাস ll মা বাবার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ মেয়ের, অবশেষে পালিয়ে প্রেমিকের বাড়িতে শামিমা

বাহুবলে ভালবাসার অপরাধে ঘরবন্ধি দুই মাস ll মা বাবার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ মেয়ের, অবশেষে পালিয়ে প্রেমিকের বাড়িতে শামিমা

স্টাফ রিপোর্টার

: হবিগঞ্জের বাহুবল উপজেলায়  ভালোবাসার অপরাধে  দুই মাস  ঘরবন্দি করে রাখা ও নির্যাতনের অভিযোগ উঠেছে পিতা-মাতাসহ আত্মীয় স্বজনদের বিরুদ্ধে । শনিবার (১৫ অক্টোবর) বাহুবল উপজেলার পূর্বজয়পুর গ্রামের এ ঘটনাটি ঘটেছে। সুযোগ পেয়ে এক দৌড়ে প্রেমিকের বাড়িতে স্কুল ছাত্রী। জন্ম দাতা মা বাপার বিরুদ্ধে লাইভে এসে অকপঠে বলে গেল মেয়ে শামিমা আক্তার সুমাইয়া। জানা যায়, বাহুবল উপজেলার পূর্বজয়পুর গ্রামের তাজউদ্দিন নামে একটি ছেলের সঙ্গে শামিমা আক্তার সুমাইয়ার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাদের  সম্পর্কের বিষয়টি জানাজানি হলে পূর্ব পরিকল্পিতভাবে মেয়ের সঙ্গে মেয়ের মা মোছাঃ নাছিমা আক্তার ও বাবা মনসুর খান মানসিকভাবে নির্যাতন শুরু করে। ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়িতে বিয়ের আলাপ নিয়ে গেলেও মেয়ের মা বাবা ছেলের পক্ষের লোকদের সাথে খারাপ ব্যবহার করে তাড়িয়ে দেয়। বিষয়টি ছেলের পক্ষের লোকজন এলাকার মুরব্বিদের অবগত করেও কোন প্রতিকার পাননি।  মেয়ে শামিমা আক্তার সুমাইয়া ভিডিও বক্তব্য বলেছেন,সে তাজ উদ্দিন নামের এক ছেলেকে ভালবাসার অপরাধে তার মা বাবা তাকে দুই মাস ঘর বন্দি করে রাখে। এছাড়া কয়েক মাস আগে আমি ছেলেকে ভুলে যাওয়ার জন্য আমার মা বাবা আমাকে খুব মারপিট করেছে। আমি ছেলেকে ভুলে যাইনি বলে আমার মা ও বাবা দুজনে মিলে আমাকে মেরে ফেলতে হারপিক খাইয়েছে , আমাকে আমার ফুফাতো ভাই হাসপাতালে নিয়ে ভর্তি করে বাঁচিয়ে ছিল। বর্তমানে আমার উপর মানসিক নির্যাতন করে ও আমাকে মেরে ফেলতে চায়। তাই আমি আজ শনিবার সকালে বাথরুমের কথা বলে ঘর থেকে পালিয়ে তাজ উদ্দিনের বাড়িতে চলে আসে। সে তার পিতা মাতার কাছে যেতে চায় না। অন্য একটি সূত্র জানায়,তারা কোর্ট ম্যারেজে আবদ্ধ হয়েছে। সে সানশাইন মডেল হাই স্কুলের দশম শ্রেনীর শিক্ষার্থী বলে জানায় সে। তবে বিদ্যালয়ের পরিচালক এম শামছুদ্দিন বলেন,তাকে বহিষ্কার করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই স্কুলের এক শিক্ষক জানান,দশম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীকে বহিষ্কারের নিয়ম নেই প্রতিষ্ঠান প্রদানের। এ ব্যাপারে মেয়ের বাবা মনসুর খানের মোবাইলে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com