স্টাফ রিপোর্টার : বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের নতুন বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে নতুন বাজারে প্রতিষ্ঠিত জুয়েল বেকারিতে অনুমোদনবিহীন বিএসটিআইয়ের লোগো ব্যবহার করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার ২৮ নভেম্বর বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমা এ অভিযান পরিচালনা করেন। এসময় মোবাইল কোর্টকে সহযোগিতা করেন বিএসটিআই কর্তৃপক্ষ ও বাহুবল মডেল থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
Leave a Reply