বাহুবল প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে বাইট্রা নুর ডাকাত ও পলাতক আসামীসহ তিন জনকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।
শুক্রবার (৪ মে) ভোররাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ডাকাত নুরুল ইসলাম ওরফে বাইট্টা নুর ( ২৮) উপজেলার ভেড়াখাল গ্রামের মৃত আব্দুর রেজ্জাকের ছেলে।
তার বিরুদ্ধে কয়েকটি ডাকাতি চলমান রয়েছে বলে জানান থানার ওসি তদন্ত দস্তগীর আহমদ।
এদিকে রাতে উপজেলার বানিয়াগাও গ্রামে অভিযান চালিয়ে সিরাজ আলী (৫৫) নামের ৫ বছরের সাজাপ্রাপ্ত এক ফেরারী আসামীকে গ্রেফতার করা হয়।
সাজাপ্রাপ্ত আসামী বানিয়াগাও গ্রামের মৃত ওয়াছিত উল্লার ছেলে।
বাহুবল থানার একটি টিম একই রাতে আরাফাত উল্লা (৪০) নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত পলাতক আসামী উপজেলার জাংগালীয়া গ্রামের মৃত মামদ উল্লার ছেলে।
বাহুবল থানার ওসি মোঃ মাসুক আলী জানান, তারা দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।
Leave a Reply