স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের বানিয়াচংয়ে বিএনপির গোপন বৈঠকে হানা দিয়েছে পুলিশ। এসময় বিএনপি নেতাকর্মীদের হামলায় বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেবসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে স্থানীয় এল আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে খবর পান স্থানীয় এল আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অস্ত্র সস্ত্র নিয়ে গোপন বৈঠকে মিলিত হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে উঠে। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়।পুলিশ বলছে, বিএনপি নেতাকর্মীরা ককটেল ও হাতবোমা নিক্ষেপ করেছে পুলিশের উপর। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রনে এবং আত্মরক্ষার্র্থে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েন তারা। এ ব্যাপারে বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, আমরা জানতে পারি বিএনপি ও অঙ্গ সংগঠনের লোকজন রাতের আধারে অস্ত্রপাতি নিয়ে সভা করছে। যার প্রেক্ষিতে আমরা সেখানে দিয়ে তাদেরকে বাধা দেই। এসময় উপস্থিত অস্ত্রধারীরা হাতবোমা, ককটেল, রামদা নিয়ে পুলিশের উপর হামলা করে। এতে আমিসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছি। ৫ রাউন্ড ফাকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করি।
Leave a Reply