ইয়াসিন আরাফাত মিল্টনঃ এক চেয়ারম্যানের হস্তক্ষেপে শালিসের মাধ্যমে নারী নির্যাতন মামলা থেকে রক্ষা পেল বানিয়াচং উপজেলা সদরের মজলিশপুর গ্রামের সাইদুল হকের ছেলে ছালেক মিয়া নামে এক লোক।
জানা যায় বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের ছালেক মিয়া তার ১ম স্ত্রী তোপখানা গ্রামের আবুল খায়েরের মেয়ে মোর্শেদা আক্তারের অনুমতি ছাড়াই যাত্রাপাশা গ্রামে গোপনে বিয়ে করলে মোর্শেদার পিতা আবুল খায়ের নারী ও শিশু নির্যাতন মামলা করার জন্য প্রস্তুতি নিলে বিষয়টি বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে অবগত করলে গতকাল শুক্রবার সন্ধ্যা ৮ ঘটিকার সময় চেয়ারম্যানের নিজ বাড়ীতে এক শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। শালিসে সার্বিক পর্যালোচনায় মোর্শেদার স্বামী ছালেক মিয়ার কৃতকর্মের জন্য মজলিশপুর মৌজার ৩ শতক বাড়ী তাহার প্রথম স্ত্রী মোর্শেদার নামে রেজিষ্ট্রারী করে দেওয়ার জন্য শালিসে রায় ঘোষণা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাষ্টার আলাউদ্দীন, বানিয়াচং বাউল কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক গীতিকার মোজাহিদ আলম, ফ্রিল্যান্স সাংবাদিক ইয়াসিন আরাফাত মিল্টন, আদর্শবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডা. উমেদ আলী, সাবেক মেম্বার বিল্লাল মিয়া, আক্তার মিয়া, আবুল খায়ের, ছালেক মিয়া, শাহাজাহান, লেদু মিয়া নুরুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply