বানিয়াচং সংবাদদাতা ॥ বানিয়াচংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ ইন্তাজ আলী (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) উপজেলার ৪নং ইউনিয়নের গ্যানিংগঞ্জ বাজারের পশ্চিম মাথা থেকে ওই ব্যাক্তিকে গ্রেফতার করা হয়। মাদক কারবারি ইন্তাজ আলী আজমিরীগঞ্জ উপজেলার ৩নং জলসূখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের মৃত রেশন উল্লার পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত আজমিরীগঞ্জ উপজেলার লোক ইন্তাজ আলী এই এলাকায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানা পুলিশ গ্যানিংগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক মামলা রুজু পূর্বক বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব গণমাধ্যমকে জানান,মাদক ব্যবসায়ী ইন্তাজ আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে।অপরাধ এবং মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply