বানিয়াচং মোটর সাইকেল চোর আটক পুলিশ।
স্টাফ রিপোর্টারঃ চোরাই মোটর সাইকেল উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করা হয়। অভিযানে
রাত্র অনুমান ১০.০০ ঘটিকার সময় অত্র থানাধীন দেশমুখ্যপাড়া সাকিনের বিনয় চন্দ্র দাশ (৩১) পিতা- মৃত বিপুল চন্দ্র দাস তাহার বোন জামায়ের ব্যবহৃত নীল রংয়ের APACHE RTR 160 CC মোটর সাইকেল তাহার বসত ঘরের সামনে রাখিয়া বসত ঘরের ভিতরে চলিয়া যান। অনুমান ১১.৩০ ঘটিকার সময় বিনয় চন্দ্র দাশ ঘর হইতে বাহির হইয়া বর্ণিত মোটর সাইকেলটি যথাস্থানে না পাইয়া থানা পুলিশকে অবহিত করিলে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমরান হোসেন সাহেবের দিক-নির্দেশনায় এসআই (নিঃ) আব্দুস ছত্তার থানা এলাকায় অভিযান পরিচারনা করিয়া অত্র থানাধীন ইং-২১/১১/২০২০ তারিখ রাত্র অনুমান ১১.০০ ঘটিকা সময় অত্র থানাধীন শরিফ উদ্দিন রোডের বট গাছের নিকট হইতে চুরি যাওয়া মোটর সাইকেলসহ মোটর সাইকেল চোর মোঃ টিটু মিয়া (৩৫) পিতা- নুর ইসলাম, সাং- ভাদাউড়ি, থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জকে গ্রেফতার করেন। বর্ণিত ঘটনায় নিয়মিত মামলা রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেয় জানায় পুলিশ।
কপিরাইট © 2017 Lokaloy24
Leave a Reply