সংবাদ শিরোনাম :
বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করল মালদ্বীপ

বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করল মালদ্বীপ

বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করল মালদ্বীপ
বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করল মালদ্বীপ

এক বছরের জন্য বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ ঘোষণা করেছে মালদ্বীপ। অনিবন্ধিত প্রবাসী শ্রমিকের সংখ্যা কমাতেই এমন পদক্ষেপ দক্ষিণ এশিয়ার এই দ্বীপ রাষ্ট্রের।

গত ১৮ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত নেয় দেশটি।

মালেতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব টি কে এম মুশফিকুর রহমান গণমাধ্যমকে জানান, মালদ্বীপ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তবে দক্ষ এবং পেশাজীবী নেওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই।

তিনি জানান, বর্তমানে মালদ্বীপে এক লাখেরও বেশি বাংলাদেশি কর্মরত আছেন, যাদের বেশিরভাগই অনিবন্ধিত।

দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বাংলাদেশি শ্রমিকই সবচেয়ে বেশি বলেও জানান তিনি।

তবে দুদেশের মধ্যে কর্মী নিয়োগ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা চলছে বলেও উল্লেখ করেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে প্রায় এক হাজারের বেশি বাংলাদেশিকে মালদ্বীপ থেকে ফেরত পাঠানো হয়েছে।

মালদ্বীপের গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশটিতে বাংলাদেশিদের সংখ্যা প্রায় দেড়লাখ। এর মধ্যে অনিবন্ধিত শ্রমিক প্রায় ৬৩ হাজার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com