লোকালয় ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার (৭ মে) দুপুর ১টা ৫৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার জানায়।
শ্রদ্ধা নিবেদনের পর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। পরে সেখানে রক্ষিত মন্তব্য বইতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি।
এর আগে তিনি ১টা ৫২ মিনিটে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন তিন বাহিনীর প্রধান, শেখ হেলালউদ্দিন এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ, জেলা প্রাশসক, পুলিশ সুপার ও আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি সড়ক পথে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স সংলগ্ন প্রধানমন্ত্রীর বাসভবনে যান।
সেখানে মধ্যাহ্ন ভোজ ও বিশ্রাম শেষে দুপুর ২ টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর গত ২৬ এপ্রিল একই কর্মসূচিতে যোগ দিতে রাষ্ট্রপতির টুঙ্গিপাড়া আসার কথা থাকলেও অনিবার্য কারণবশত সেদিন ওই কর্মসূচি স্থগিত করা হয়।
Leave a Reply