ক্রাইম ডেস্কঃ দিনাজপুরের বীরগঞ্জে মোবাইল ফোনে পরিচয়ের পর বন্ধুত্বের ফাঁদে ফেলে এক কিশোরীকে ডেকে এনে দলবেঁধে ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহছেউল গনি জানান, ওই কিশোরীর সহায়তায় শনিবার রাতেই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এরা হলেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার ডাঙ্গীপাড়া গ্রামের রশিদুল ইসলাম (৩৫), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাকড়াই গ্রামের আব্দুল মজিদ (৩৫), বীরগঞ্জ হাটখোলা (হঠাৎপাড়া) গ্রামের মো. সুমন (২২), জগদল হাটপুকুর গ্রামের মো. সুলতান ওরফে সাদ্দাম (২৩) এবং মাকড়াই দক্ষিণ পাড়া গ্রামের রুবেল হেমব্রম (২২)।
এ ব্যাপারে ওই কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেছে।
মামলার বরাত দিয়ে পরিদর্শক গনি বলেন, একমাস আগে মোবাইল ফোনে ওই কিশোরীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলেন রশিদুল। পরে শনিবার বিকালে মোবাইল ফোনে ওই কিশোরীকে বাড়ি থেকে বীরগঞ্জ শালবাগানে ডেকে এনে আটক পাঁচজনসহ সাতজন ধর্ষণ করে।
“ধর্ষণের শিকার কিশোরীর চিৎকারে বনবিভাগ এবং স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। লোকজনের উপস্থিতি টের পেয়ে ধর্ষকরা মেয়েটিকে ফেলে পালিয়ে যায়।”
মেয়েটির ডাক্তারী পরীক্ষার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
Leave a Reply